ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রূপায়ণ স্বপ্ন নিলয় প্রকল্প হস্তান্তর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
রূপায়ণ স্বপ্ন নিলয় প্রকল্প হস্তান্তর

ঢাকা: ‘স্বপ্ন এখন হাতের মুঠোয়’ স্লোগান নিয়ে রাজধানীর সিদ্ধেশ্বরীতে অবস্থিত ‘রূপায়ণ স্বপ্ন নিলয়’ কন্ডোমিনিয়াম প্রকল্প গ্রাহকদের কাছে হস্তান্তর করেছে দেশের অন্যতম আবাসন ব্যবসা প্রতিষ্ঠান রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড। 

শনিবার রাজধানীর উত্তরায় ‘রূপায়ণ সিটি উত্তরা’-তে আয়োজিত এক অনুষ্ঠানে ফ্ল্যাটের ক্রেতাদের সংগঠন রূপায়ণ স্বপ্ন নিলয় ওনার্স অ্যাসোসিয়েশনের কাছে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি হস্তান্তর করা হয়। এটি রূপায়ন হাউজিং এস্টেটের ৭৫তম প্রকল্প।

প্রকল্প হস্তান্তরের মধ্য দিয়ে কন্ডোমিনিয়াম প্রকল্পটির ১৩০টি ফ্ল্যাটের ক্রেতা নিজেদের মালিকানা বুঝে পেলেন।

রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) পি জে উল্লাহ, উপদেষ্টা সাদাত সেলিম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান দেওয়ান, নির্বাহী পরিচালক এহসানুর রহমান, পরিচালক (নির্মাণ) মাহমুদুর রহমান, মহাব্যবস্থাপক (কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট) প্রকৌশলী সাইফুল ইসলাম, রূপায়ণ স্বপ্ন নিলয় ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রেজওয়ান আহমেদ তৌফিক, সেক্রেটারি কাজী আরিফুর রহমান, ট্রেজারার মো. বাবুল হোসেন সহ রূপায়ণ স্বপ্ন নিলয় প্রকল্পের শতাধিক গ্রাহক ও রূপায়ণ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
এমআইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।