ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বরিশালে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
বরিশালে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল: বরিশাল নগর ও আগৈলঝাড়া উপজেলায় পৃথক দু’টি অভিযান চালিয়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নগরের কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের সহযোগীতায় অভিযানে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও মেয়াদ উর্ত্তীণ পণ্য বা ওষুধ বিক্রয় করায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ এবং ৫১ ধারা মোতাবেক জিনিয়া অয়েল মিলের প্রোপাইটার আ. জলিল গোলদারকে ৫ হাজার ও বাংলাদেশ মেডিসিনের প্রোপাইটর মো. মেজবাহ উদ্দিন আজাদকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, একই দিন সকালে আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের ত্রিমুখী নামক স্থানে খালের পাশে দীর্ঘদিন ধরে মায়ের দোয়া পোল্ট্রি ফিডের বর্জ ফেলে পরিবেশ দূষণ করায় ব্যবসায়ী জাকির হাওলাদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভুয়া পদবি ব্যবহার করায় উপজেলা সদরের আঁখি ডেন্টাল কেয়ারের মালিক দীপংকর বেপারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উভয় অভিযান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা আজরীন তন্বী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।