ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইনিংস ব্যবধানে বড় জয় পেলো ইসলামী ব্যাংক ইস্ট জোন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২০
ইনিংস ব্যবধানে বড় জয় পেলো ইসলামী ব্যাংক ইস্ট জোন

ঢাকা: তামিম ইকবালের ঐতিহাসিক রেকর্ড, মুমিনুলের দৃঢ় ব্যাটিং এবং স্পিনার তাইজুল ও নাঈমের অসাধারণ বোলিং নৈপুণ্যে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ইসলামী ব্যাংক ইস্ট জোন ইনিংস ও ৯ রানের বড় ব্যবধানে হারালো ওয়ালটন সেন্ট্রাল জোনকে। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) শেষ দিনের খেলায় ইসলামী ব্যাংক ইস্ট জোনের প্রয়োজন ছিল ৭ উইকেট আর পরাজয় এড়াতে শেষ বল পর্যন্ত ব্যাট করতে হতো ওয়াল্টন সেন্ট্রাল জোনকে।  

খেলার নির্ধারিত সময় ৪৫ মিনিট বাকি থাকতেই সবক’টি উইকেট হারিয়ে ৩৩৩ রানে গুটিয়ে যায় সেন্ট্রাল জোনের দ্বিতীয় ইনিংস।

মিঠুন ও তাইবুর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও নাঈমের দুর্দান্ত বলে দু’জনই ফেরেন সাজঘরে। আর তাতেই নিশ্চিত হয়ে যায় ইসলামী ব্যাংক ইস্ট জোনের জয়। ২৯ ওভার বোলিং করে ৮৫ রানের খরচায় ছয় উইকেট নেন নাঈম হাসান।  

এর আগে তামিমের ট্রিপল সেঞ্চুরি (৩৩৪*) ও মুমিনুলের ১১১ রানের সুবাদে মাত্র দুই উইকেট হারিয়ে ৫৫৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ইসলামী ব্যাংক ইস্ট জোন।  

প্রথম ইনিংসে তাইজুল ইসলামের বোলিং তোপে ২১৩ রানে অল আউট হয় সেন্ট্রাল জোন। প্রথম ম্যাচেই জয় পাওয়ায় চার দলের এ টুর্নামেন্টে প্রথম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ইসলামী ব্যাংক ইস্ট জোন।  

স্কোর: 
ইসলামী ব্যাংক ইস্ট জোন প্রথম ইনিংস: ৫৫৫/২ (তামিম অপ. ৩৩৪, মুমিনুল ১১১, রাব্বি অপ. ৬২, পিনাক-২৬, শুভাগত-১৬২/১, মুকদি-৭১/১)।

ওয়াল্টন সেন্ট্রাল জোন প্রথম ইনিংস: ২১৩/১০ (সাইফ-৫৮, তাইবুর-৪৬, সৌম্য-৩৬, তাইজুল-৫৮/৫, রাহি-৩৮/২, নাঈম-৪২/২, হাসান-৩৪/১)।

দ্বিতীয় ইনিংস: ৩৩৩/১০ (মিঠুন-৮৩, তাইবুর-৬২, শান্ত-৫৪, নাঈম-৮৫/৬, তাইজুল-৮২/২)।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
পিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।