ঢাকা, মঙ্গলবার, ৩ চৈত্র ১৪৩১, ১৮ মার্চ ২০২৫, ১৭ রমজান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্কুল ব্যাংকিংয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে নতুন নির্দেশনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
স্কুল ব্যাংকিংয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

ঢাকা: স্কুল ব্যাংকিং কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে নতুন নির্দেশনা জা‌রি ক‌রে‌ছে বাংলাদেশ ব্যাংক।

এখন থে‌কে জেলা, উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে প্রতিটি ব্যাংকের শাখা কমপক্ষে একটি শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করে স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে।

এসব শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষা দিতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি ব্যাংক শাখা থেকে বিভিন্ন ব্যাংকিংসেবা নিতে পারবে।

রোববার (১৬ মার্চ) বাংলা‌দেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগ থেকে এ সম্পর্কিত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, জেলা, উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে কমপক্ষে একটি শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করে ব্যাংক শাখাগুলোকে স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে ব্যাংকগুলোর স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সুযোগ রয়েছে। ব্যাংকগুলোকে হিসাব খোলা ও পরিচালনা, আর্থিক শিক্ষা এবং এ বিষয়ে ছাত্র-ছাত্রীদের সচেতনতা ও প্রযুক্তিগত বিষয়ে দক্ষতা বাড়ানোর জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে।

নির্দেশনা মোতাবেক প্রতিটি ব্যাংক শাখাকে ত্রৈমাসিক ভিত্তিতে স্কুল ব্যাংকিং কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট অফিসকে প্রতিবেদন পাঠাতে হবে। প্রতিবেদনে ব্যাংক শাখা ও শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা, শিক্ষার্থীদের হিসাবের পরিমাণ, লেনদেনের তথ্য এবং আর্থিক শিক্ষা কার্যক্রমের বিস্তারিত বিবরণ অন্তর্ভুক্ত থাকবে।

এছাড়া বাংলাদেশ ব্যাংক কর্তৃক সময়ে জারিকৃত নির্দেশনা যথাযথভাবে পরিপালন করতে হবে।

বাংলাদেশ সময়: ০৮৫৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
জেডএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।