ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কালীগঞ্জে বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি কর্মশালা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
কালীগঞ্জে বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি কর্মশালা  অনুষ্ঠানে অতিথিরা

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ শহরে ভূষণ স্কুল ও সড়কে গল্প ঘর রেস্টুরেন্টে বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় এস এ ট্রেডার্সের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

কালীগঞ্জের এস এ ট্রেডার্সের স্বত্বাধিকারী চন্দন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বসুন্ধরা সিমেন্ট সেক্টরের ডিজিএম (সেলস) সাউথ বেঙ্গল ডিভিশনের শাহাদাত হোসেন।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইঞ্জিনিয়ার প্রদীপ কুমার ব্যানার্জি, ইঞ্জিনিয়ার কাউসার হোসেন, বসুন্ধরা সিমেন্টের কুষ্টিয়া ডিভিশনের ডিএসএম জাফরুল ইসলাম, কিং ব্র্যান্ড সিমেন্টের এএসএম মো. সাইফুল ইসলাম, বসুন্ধরা সিমেন্টের এএসএম মো. জিসান জনি প্রমুখ।  

তারা উপস্থিত রাজমিস্ত্রিদের সঙ্গে আন্তরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং বসুন্ধরা সিমেন্টের সঙ্গে তাদের দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে স্থাপনা নির্মাণ কৌশল এবং নির্মাণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এবং ১০৫ জন রাজমিস্ত্রি অংশগ্রহণ করেন।  

কর্মশালা শেষে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র। এতে ১০ জনকে পুরস্কৃত করা হয়।

এ ছাড়া সব রাজমিস্ত্রিকে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে একটি করে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সর্বাধুনিক প্রযুক্তিতে উৎপন্ন আন্তর্জাতিকমানের বসুন্ধরা সিমেন্টের গুণগতমান উন্নত হওয়ার কারণেই ক্রেতাদের মধ্যে বিশ্বাসযোগ্যতা ও আস্থা অর্জন করতে পেরেছে। একমাত্র বসুন্ধরা সিমেন্টের প্যাকেটের গায়েই ৫৭০০ পিএসআই লেখা থাকে। দেশের সিংহভাগ মেগাপ্রকল্প যেমন- পদ্মা সেতু, পদ্মা সেতু লিংক রোড ও পদ্মা রেল সেতু, যমুনা রেল সেতু, পায়রা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ী তাপ বিদ্যুৎ কেন্দ্র, ঢাকা ও আশুলিয়ায় অ্যালিভেটেড হাইওয়ে এক্সপ্রেস রোডসহ বিভিন্ন মেগা প্রকল্পে বসুন্ধরা সিমেন্ট ব্যবহৃত হচ্ছে। সিমেন্টর পাশাপাশি বিশ্বমানের বসুন্ধরার রড উৎপাদনেরও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।  

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।