ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মৎস্যজীবী দল পটিয়া উপজেলা আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
মৎস্যজীবী দল পটিয়া উপজেলা আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত ...

চট্টগ্রাম: আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পটিয়া উপজেলা আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।  

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক জসিম উদ্দিন ও সদস্যসচিব জাহেদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পটিয়া উপজেলা মৎস্যজীবী দলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক হাজী মুহাম্মদ সৈয়দের বিরুদ্ধে ৫ আগস্টের পূর্বে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়ায় পটিয়া উপজেলা কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো। জেলা মৎস্যজীবী দল যথাযথ তদন্তের মাধ্যমে পরে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

১২ জানুয়ারি জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পটিয়া উপজেলার দুই সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন এলাকার হাজী মুহাম্মদ সৈয়দকে আহ্বায়ক ও কচুয়াই ইউনিয়নের মো. ইছাককে সদস্যসচিব করা হয়।

অভিযোগের বিষয়ে হাজী মুহাম্মদ সৈয়দ বাংলানিউজকে বলেন, সারাবছর আমি দলের আদর্শ বুকে ধারণ করে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে কাজ করেছি। জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি। আর বর্তমান প্রেক্ষাপটে এসে আমার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা অভিযোগ দেওয়ায় হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।