চট্টগ্রাম: ‘বাংলাদেশের আধুনিক রাজনৈতিক ব্যবস্থা বিনির্মাণে যুব সমাজের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে আগামী সংসদ নির্বাচনে যুবকদের জন্য কমপক্ষে ৩০ শতাংশ মনোনয়ন নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
শনিবার (১৮ জানুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমেদ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স এন্ড ডেভেলপমেন্ট (সিজিডি) আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন সিজিডির নির্বাহী পরিচালক সাইদুল ইসলাম।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. আতিয়ার রহমান ।
বক্তারা বলেন, বাংলাদেশের আধুনিক রাজনৈতিক সংস্কৃতি গঠনে যুব সমাজের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তারা দাবি করেন, আগামী সংসদ নির্বাচনে যুবকদের জন্য কমপক্ষে ৩০ শতাংশ মনোনয়ন নিশ্চিত করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে নির্বাচন কমিশনের মাধ্যমে বাধ্য করতে হবে। রাজনীতির নীতিনির্ধারণী পর্যায়েও যুবকদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন বক্তারা।
এছাড়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, ছাত্রশিবির, গণ অধিকার পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দও সেমিনারে অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
বিই/টিসি