চট্টগ্রাম: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এএমএম মুজিবুর রহমান ও উপ-সচিব মো. বেলাল হোসেনকে ওএসডি করা হয়েছে।
রোববার (১২ জানুয়রি) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (কলেজ) মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমানকে ওএসডি করে সেই জায়গায় পাঠানো হয়েছে এনসিটিবির কারিকুলাম বিশেষজ্ঞ অধ্যাপক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরীকে।
এছাড়া উপসচিব সহকারী অধ্যাপক মো. বেলাল হোসেনকে ওএসডি করে সাতকানিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোরশেদ আলমকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপসচিব (প্রশাসন) করা হয়েছে।
এর আগে গত সপ্তাহে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর আমিরুল মোস্তফাকে সরকারি সালেহ আহমদ কলেজে বদলি করা হয়। এই পদে প্রেষণে নিয়োগ দেয়া হয় নওঁগা সরাকরি কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক ড. একেএম সামছু উদ্দিনকে।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
বিই/পিডি/টিসি