ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চসিকের সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫
চসিকের সাবেক কাউন্সিলর গ্রেপ্তার ...

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. ইলিয়াছকে গ্রেপ্তার করেছে হালিশহর থানা পুলিশ।  

সোমবার (১৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান।

তিনি জানান, রোববার (১২ জানুয়ারি) দুপুরে রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আদালতের মাধ্যমে মো. ইলিয়াছকে কারাগারে পাঠানো হয়েছে।

মানবাধিকার কর্মী সম্রাটের স্ত্রীর করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় ইলিয়াছ ১ নম্বর আসামি।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫ 
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।