চট্টগ্রাম: শিগগিরই ঘোষণা হতে পারে চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলা যুবদলের নতুন কমিটি। প্রায় দুই মাস ধরে কমিটিহীন ছন্নছাড়া নগর যুবদলের হাল ধরেছেন বিলুপ্ত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক।
নতুন কমিটি গঠনে ইতিমধ্যে কয়েক দফায় বৈঠক হলেও বিএনপির নেতাদের তদবিরে তা স্থবির হয়েছিল। একইভাবে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিল করে আসতে পারে নতুন কমিটি।
দলটির বিভিন্ন সূত্র জানায়, চট্টগ্রাম মহানগর যুবদলের নতুন কমিটিতে শীর্ষ পদে আসার দৌড়ে এগিয়ে রয়েছেন নগর যুবদলের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম রাশেদ খান, সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, নগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ উল্লাহ, নগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দীন চৌধুরী, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাইফুর রহমান শপথ, সাবেক সহ-সভাপতি ফজলুল হক সুমন।
এছাড়াও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য শেখ রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, চবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, নগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৈয়দ রাজিবুল হাসান রানা, আলিফ উদ্দীন রুবেলের নাম আলোচনায় রয়েছে।
অপরদিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের কমিটিতে বর্তমান সাধারণ সম্পাদক মো. আজগর, সিনিয়র যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মহসিন, বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদ, জেলা যুবদলের সহ-সম্পাদক আব্বাস উদ্দীন, মো.আলম খান শীর্ষ পদের জন্য আলোচনায় রয়েছেন।
জানা যায়, চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটিতে বিলুপ্ত কমিটির সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী ও সাধারণ সম্পাদক মো. শাহেদকে আহ্বায়ক-সদস্য সচিব করে স্বল্পমেয়াদী কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে। এই কমিটির মাধ্যমে ওয়ার্ড ও থানা কমিটি গঠন করে নগর সম্মেলন করার চিন্তা রয়েছে কেন্দ্রীয় যুবদলের। সেক্ষেত্রে দুই বা তিন সদস্যের আহ্বায়ক কমিটি হওয়ার সম্ভাবনা বেশি। যদি সেটা না হয় তাহলে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মো. শাহেদকে আহ্বায়ক বা সভাপতি করে সাবেক ছাত্রনেতাদের নিয়ে হতে পারে কমিটি।
এ দুই ফরম্যাটে কমিটি হওয়ার সম্ভাবনা বেশি। অপরদিকে দক্ষিণ জেলা যুবদলের বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হবে। এতে সাধারণ সম্পাদক মো. আজগরকে সভাপতি ও মোজাম্মেল হককে সাধারণ সম্পাদক করার সম্ভাবনা রয়েছে। বিগত আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা যুবদলের নেতাদের পাশাপাশি ছাত্রদলের সাবেক নেতাদের সমন্বয়ে চলতি সপ্তাহে অথবা আগামী সপ্তাহে যে কোনোদিন কমিটি ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে কেন্দ্রীয় যুবদলের একটি সূত্র।
কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া বাংলানিউজকে বলেন, কমিটির সুপার ফাইভের মতামত চাওয়া হয়েছিল। সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে তারা মতামত দিয়েছেন। চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির কাজ চলমান রয়েছে। যেকোনও সময় কমিটি দেওয়া হবে।
যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, দলের ত্যাগী ও ক্লিন ইমেজের নেতাদের হাতে যুবদলের নেতৃত্ব তুলে দেওয়া হবে। কমিটি গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
এমআই/টিসি