ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সিএমপির সঙ্গে জামায়াতের মতবিনিময়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৪
ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সিএমপির সঙ্গে জামায়াতের মতবিনিময় ...

চট্টগ্রাম: নগরের ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহমদের সঙ্গে মতবিনিময় করেছেন নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহমদের সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন নগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।

মতবিনিময়কালে অধ্যক্ষ নুরুল আমিন যানজট থেকে চট্টগ্রাম নগর মুক্ত করা এবং যত্রতত্র পার্কিং ব্যবস্থা গড়ে না তোলাসহ সার্বিকভাবে নজরদারি বাড়াতে অতিরিক্ত পুলিশ কমিশনারকে অনুরোধ জানান।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২৪
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।