ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সোমালিয়ায় জিম্মি জাহাজেই ঈদের নামাজ পড়লেন নাবিকরা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৪
সোমালিয়ায় জিম্মি জাহাজেই ঈদের নামাজ পড়লেন নাবিকরা ...

চট্টগ্রাম: সোমালিয়ায় জলদস্যুদের কাছে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকরা ঈদ জামাত আদায় করেছেন জাহাজেই।  

বুধবার (১০ এপ্রিল)  বিভিন্ন দেশের মতো সোমালিয়ায় ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

সেখানে ঈদ উদযাপন করেন জিম্মি নাবিকেরা। ঈদের নামাজের পর তারা একসঙ্গে ছবিও তোলেন।
এ খবর উদ্বিগ্ন পরিবার ও স্বজনদের মধ্যে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে।  

নামাজের পরে তারা কোলাকুলি করেন এবং পরস্পরের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর দেশে থাকা পরিবারের সঙ্গেও তারা কথা বলেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।  

জাহাজটির মালিক পক্ষ কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বাংলানিউজকে বলেন, জাহাজের নাবিকরা ঈদের নামাজ জাহাজেই আদায় করেছেন। তারা ভালো আছেন। আমরা কম সময়ের মধ্যে তাদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আশাকরি যত দ্রুত সম্ভব প্রতীক্ষার অবসান হবে এবং সংকট নিরসন হবে।

,গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।