ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে দুর্ঘটনায় দুই কলেজশিক্ষার্থী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
চট্টগ্রামে দুর্ঘটনায় দুই কলেজশিক্ষার্থী নিহত

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় ২ কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন।

সোমবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ওয়াসা থেকে জিইসি মোড়ের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি শাহেদ পাড়ার ইউনুস মোল্লার ছেলে মো. ইমরান (২৩) ও কক্সবাজার জেলার চকরিয়া থানার গোয়াখালী এলাকার রাসেল চৌধুরীর মেয়ে নাহিদা সুলতানা (২১)।  

দুইজনই সরকারি সিটি কলেজের শিক্ষার্থী।

ইমরান সরকারি সিটি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য বলে জানা গেছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ নুর উল্লাহ আশেক বাংলানিউজকে বলেন,  আখতারুজ্জামান ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকে পেছন থেকে ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা চালক ও আরোহী গুরুতর আহত হয়। পরে পথচারীরা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।


বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩

এমআই/টিসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।