ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

শৈশবের স্বপ্ন পূরণ করতে বিশ্বকাপের শিরোপা জিততে চান বাটলার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
শৈশবের স্বপ্ন পূরণ করতে বিশ্বকাপের শিরোপা জিততে চান বাটলার সংগৃহীত ছবি

শৈশবে নিজ বাড়ির বাগানে ভাই-বোনদের সঙ্গে ক্রিকেট খেলার সময় বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরার অভিনয় করতেন জস বাটলার। সেই স্বপ্ন এবার বাস্তবে রূপ দেওয়ার সুযোগ পাচ্ছেন ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেট দলের অধিনায়ক।

 

আগামীকাল রোববার ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড। এই ম্যাচটি জিতে শৈশবের স্বপ্ন সত্যি করতে চান বাটলার। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ইংলিশ অধিনায়ক বলেন, 'শৈশবে নিজ বাড়ির বাগানে ভাই-বোনদের সাথে খেলার সময় শিরোপা উঁচিয়ে ধরার অভিনয় করতাম। এখন সেটার বাস্তবে রূপ দেওয়ার সুযোগ এসেছে। এটি (অনুভূতি) অবিশ্বাস্য ধরনের, এটা বিশেষ কিছু। আমি অনেক রোমাঞ্চ নিয়ে সামনে তাকিয়ে আছি। এই ছেলেদের ওপর আমার বিশ্বাস প্রবল। কোচদের ওপরও ভরসা অনেক। '

টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়ের পথে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগ্যানকে অনুপ্রেরণা মানছেন বাটলার। তিনি বলেন, 'ইয়নের সঙ্গে প্রায়ই কথা হয় আমার। সে আমার সবচেয়ে কাছের বন্ধুদের একজন। সে এমন একজন, প্রয়োজন মনে করলেই যার সঙ্গে আমি কথা বলতে পারি। তবে নেতৃত্ব ব্যাপারটি নিজের মতো করে দিতে হয়। ইয়ন এখন নেই, তাই অধিনায়কের দায়িত্ব নিয়ে আমাকেই এগিয়ে যেতে হবে। আমি ইয়নের মতামত নিতে পারি, কারণ তার সেই জ্ঞানের গভীরতা আছে। তবে আমি আমার মতো করেই সব করব। '

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।