আট ম্যাচের সবগুলোতে জিতে সবার আগেই প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। আজ জয়ের এই ধারা অব্যাহত রাখতে পারেনি তারা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে রাজশাহী। জবাব দিতে নেমে ১৪৬ রানে গুটিয়ে যায় রংপুর।
আগে ব্যাট করতে নামা রাজশাহী ধীরগতির শুরুর পর হারায় মোহাম্মদ হারিসকে। ১২ বলে ১৯ রান করে তার বিদায়ের পর দ্বিতীয় উইকেটে দারুণ জুটি গড়েন সাব্বির হোসেন ও আনামুল হক বিজয়। ২৯ বলে ৫২ রান যোগ করেন তারা। সাব্বিরকে বিদায় করে অষ্টম ওভারে এই জুটি ভাঙেন খুশদিল শাহ। ১৯ বলে ৩৯ রান করে ফেরেন রাজশাহী ওপেনার। পরের বলেই বার্লকে ফেরান খুশদিল।
চতুর্থ উইকেটে ইয়াসির আলীর সঙ্গে ৭৬ রানের জুটি গড়েন বিজয়। ঝড়ো ব্যাট করতে থাকা ইয়াসির ২৭ বলে পঞ্চাশ পূর্ণ করে আর বেশিক্ষণ টিকতে পারেননি। ৩২ বলে ২ চার ও ৬ ছক্কায় ৬০ রান করে বিদায় নিলে ভাঙে এই জুটি। পরের ওভারে উইকেট হারান ৩৪ রান করা বিজয়। বাকিরা কেবল আসা-যাওয়ার মধ্যেই থাকেন।
রংপুরের পক্ষে ৩টি করে উইকেট নেন আকিফ জাভেদ ও খুশদিল শাহ। একটি করে উইকেট নেন রাকিবুল হাসান ও নাহিদ রানা।
রান তাড়ায় নেমে প্রথম ওভারেই ডাক মেরে বিদায় নেন রংপুর ওপেনার ইরফান শুক্কুর। আরেক ওপেনার স্টিভেন টেইলর ৪ রান করে সাজঘরে ফেরেন। ইফতিখারও ব্যাটে তুলতে পারেননি রান। চতুর্থ উইকেটে খুশদিলের সঙ্গে জুটি বেধে দলকে এগিয়ে নেন সাইফ হাসান। তবে তাদের ৪০ রানের জুটিটি ভেঙে যায় ১৪ রানে খুশদিল বিদায় নিলে।
লড়তে থাকা সাইফ বিদায় নেন পরের ওভারে। তার ব্যাট থেকে আসে ২৯ বলে ৪৩ রান। ছয়ে নামা নুরুল হাসান সোহান চেষ্টা করে প্রতিরোধের। কিন্তু পারেননি। ২৬ বলে ৪১ রান করে রায়ান বার্লের শিকার হন তিনি। শেষে কিছুক্ষণ লড়াই চালান সাইফউদ্দিনও। তিনিও হননি সফল। ১৪ বলে ২৩ রান করে বার্লের শিকার হন।
রাজশাহীর হয়ে দারুণ বোলিং করেন বার্ল। ৪ ওভারে ২২ রান খরচায় ৪ উইকেট নেন জিম্বাবুয়ের এই স্পিনার। দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও এসএম মেহরুব।
এই জয়ে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এসেছে রাজশাহী। ৯ ম্যাচে ৮ জয় ও ১ হারে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে রংপুর।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
আরইউ