ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

সেমিফাইনাল জিতে ফাইনালে চোখ বাবর-রিজওয়ানের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২২
সেমিফাইনাল জিতে ফাইনালে চোখ বাবর-রিজওয়ানের

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। শতরানের ওপেনিং জুটি গড়ে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।

এমন জয়ে সতীর্থদের অবশ্য ধন্যবাদ জানাতে ভুলেননি অধিনায়ক বাবর। জানিয়েছেন ফাইনালেই এখন পুরো মনোযোগ থাকবে।

বুধবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৫২ রান তুলে নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ৫ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

শুরুতে ব্যাটিংয়ে নেমে দলের হয়ে ৫৩ রানের দারুণ ইনিংস খেলেন বাবর আজম। এবারের আসরে এটি তার সর্বোচ্চ ইনিংস। তবে নিজের কৃতিত্ব নিয়ে বড়াই না করে বরং বাকি সতীর্থ ও দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানি অধিনায়ক। ম্যাচ শেষে তিনি বলেন, ‘দলের সদস্যরা শেষ তিন ম্যাচে দারুণ কৃতিত্ব দেখিয়েছে। দর্শকদের ধন্যবাদ, আমাদের মনে হয়েছে দেশের মাঠে খেলছি। ’

বাবর আজম আরও বলেন, ‘প্রথম ছয় ওভার আমরা ভালোই শুরু করেছিলাম। এরপর আমরা স্পিন আক্রমণে বেশ করেছি। ফাস্ট বোলাররাও দারুণভাবে শেষ করেছে। আমাদের পরিকল্পনা ছিল; খেলার ভেতরে যাওয়ার আগে প্রথম ছয় ওভারের সঠিক ব্যবহার করা। এটা করতে পারলে পরবর্তীতে যারা আসবে তারা নিজেরা অবদান রাখতে পারবে। আমি মনে করি তরুণ হারিস আক্রমণাত্মক খেলা প্রদর্শন করছে। আমরা এই জয় উপভোগ করেছি একইসঙ্গে ফাইনালে মনোযোগ দিচ্ছি। ’

বাবর আজমের পাশাপাশি ম্যাচ জেতানো ইনিংস খেলেন মোহাম্মদ রিজওয়ানও। অধিনায়কের সঙ্গে শতরানের জুটি গড়ার পাশাপাশি দলকে জয়ের কাছে নিয়ে যান এই ওপেনার। খেলেন ৪৩ বলে ৫৭ রানের ইনিংস। কঠোর পরিশ্রমের কারণেই এমন জয় পেয়েছেন বলে মনে করেন তিনি।

ম্যাচ শেষে রিজওয়ান বলেন, ‘নতুন বল, পিচ কঠিন থাকা সত্ত্বেও বাবর ও আমি নামার সিদ্ধান্ত নেই। ‘পাওয়ার প্লে’ শেষ করার পর একজনকে গভীরে যেতে হবে; আমরা এই আলোচনা করি। ছেলেরা কঠোর পরিশ্রম করেছে এবং বরাবরই আমরা নিজেদের ওপর বিশ্বাস রেখেছি। ’

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।