ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

আইপিএলের নিলাম ২৩ ডিসেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২২
আইপিএলের নিলাম ২৩ ডিসেম্বর

বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এই টুর্নামেন্টের নিলাম ঘিরেও থাকে নানা আকর্ষণ।

এ বছরের ২৩ ডিসেম্বর কোচিতে হবে আসছে আইপিএলের মিনি নিলাম। ফ্র্যাঞ্চাইজিগুলির হাতে যত টাকা থাকবে, সেটা ছাড়াও বাড়তি পাঁচ কোটি টাকা খরচ করতে পারবে তারা। অর্থাৎ ফ্র্যাঞ্চাইজিদের হাতে মোট ৯৫ কোটি রুপি থাকছে।

এবার মিনি আইপিএলে কোন ফ্র্যাঞ্চাইজির হাতে কত টাকা থাকবে, তা এখনও স্পষ্ট নয়। কারণ কোন দল কোন খেলোয়াড়দের ছেড়ে দিচ্ছে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। কোন কোন খেলোয়াড়দের ছেড়ে দেওয়া হবে, আগামী মঙ্গলবারের মধ্যে (১৫ নভেম্বর) ফ্র্যাঞ্চাইজিগুলিকে সেই তালিকা জমা দিতে হবে।  

এরপরই বোঝা যাবে যে কোন দল কত টাকা নিয়ে মিনি নিলামে নামতে চলেছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে মিনি নিলামের তালিকায় খেলোয়াড়দের তালিকা প্রকাশ করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এতে থাকার সম্ভাবনা রয়েছে বেন স্টোকস, স্যাম কারান এবং ক্যামেরুন গ্রিনদের নাম।  

যদি তারা নিলামের জন্য নিজেদের নাম দেন তাহলে তারা যে ঝড় তুলবেন, তা বলাই যায়। গতবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন মোস্তাফিজুর রহমান। এবার তাসকিন আহমেদ-লিটন দাসরা সুযোগ পাবেন, এমন আশা রয়েছে সমর্থকদের।  

বাংলাদেশ সময় : ১৯০১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।