ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

‘এগুলো নিয়ে আলোচনা করে লাভ নেই’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২২
‘এগুলো নিয়ে আলোচনা করে লাভ নেই’

টানা দুই ম্যাচে বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে বিরাট কোহলি ‘ফেক ফিল্ডিং’ করলেও নিয়ম অনুযায়ী পাঁচ রান দেওয়া হয়নি।

পাকিস্তান ম্যাচে দেখা দিয়েছে আরও বড় বিতর্ক। সাকিব আল হাসানকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার।  

সঙ্গে সঙ্গে রিভিউও নেন সাকিব। রিপ্লেতে স্পষ্ট দেখা যায়, সাকিবের ব্যাটে বল লেগেছিল। কিন্তু থার্ড আম্পায়ার সাকিবকে আউট দেন। টানা দুই ম্যাচেই একই ধরনের ঘটনা ঘটলো। যদিও পাকিস্তান ম্যাচের পর দলের প্রতিনিধি হয়ে আসা নাজমুল হোসেন শান্ত বলছেন, এসব তাদের নিয়ন্ত্রণে নেই।  

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘না, এগুলো নিয়ে আলোচনা করে লাভ নেই। এটা আমাদের নিয়ন্ত্রণেও নাই। পুরোটা আম্পায়ার, ম্যাচ রেফারি তাদের সিদ্ধান্ত। আমরা যতই আলোচনা করি, কথা বলি; কোন লাভ নাই। আমার মনে হয় না এটা নিয়ে ড্রেসিং রুমে খুব বেশি চিন্তিত ছিলাম বা কথা বলেছি। কারণ এটা কথা বলে আসলে লাভ নাই। ’ 

সাকিবের আউটের পরই ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং। ১ উইকেটে ৭৩ রান তুলে ফেলার পর ৮ উইকেট হারিয়ে ১২৭ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। সাকিবের আউট হওয়াই কি দলের মনোবল ভেঙে দিয়েছে, নাকি ব্যর্থতা পরের ব্যাটারদের? শান্ত বলছেন, দোষ বেশি ব্যাটারদেরই।  

তিনি বলেছেন, ‘আমার তেমন মনে হয় না। কিন্তু এটা সবার জন্য কনফিউশনের ব্যাপার ছিল। কিন্তু আমরা ওই উইকেটে নজর দেইনি। আমরা পরে আরও ভালো ক্রিকেট খেলতে পারতাম। ’ 

‘অবশ্যই সাকিব ভাই তো দলে অনেক বড় ক্রিকেটার। সবসময় ইম্প্যাক্টফুল ইনিংস খেলে, ভালো হয় আমাদের দলের জন্য। কিন্তু পরে যারা ব্যাটার ছিল, তারাও অনেক ক্যাপাবল, অতীতে ভালো করেছে। ওই আউটটা নিয়ে আমরা খুব বেশি ফোকাস ছিলাম না। আউট অন্যভাবেও হতে পারতো। ওটা নিয়ে একদমই ফোকাস ছিলাম না। আমি বিশ্বাস করি এই দলে যত ব্যাটার আছে, সবাই যেকোন পরিস্থিতিতে ভালো করতে সক্ষম। ’ 

বাংলাদেশ সময় : ১৫১৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২২
এমএইচবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।