ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২২
সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার হারে পথ হয়ে গেছে একদমই পরিষ্কার। পাকিস্তানকে হারাতে পারলেই বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে যাবে বাংলাদেশ।

এমন ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নামবে টাইগাররা।

রোববার দিনের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে নেদারল্যান্ডস। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি অঘোষিত ‘কোয়ার্টার ফাইনাল’ হয়ে গেছে। জয়ী দল সেমিফাইনালে ভারতের সঙ্গী হবে এই গ্রুপ থেকে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন শরীফুল ইসলাম, ইয়াসির আলী ও হাসান মাহমুদ। তাদের জায়গায় একাদশে এসেছেন সৌম্য সরকার, নাসুম আহমেদ ও এবাদত হোসেন।  

বাংলাদেশ একাদশ 

সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।  

বাংলাদেশ সময় : ০৯৪৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।