ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপের এই রেকর্ডে সবাইকে ছাড়িয়ে কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ২, ২০২২
বিশ্বকাপের এই রেকর্ডে সবাইকে ছাড়িয়ে কোহলি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশের বিপক্ষে অ্যাডিলেড ওভালে ব্যাট করতে নেমেছে ভারত। তিনে ব্যাট করতে নেমে দারুণ এক রেকর্ড গড়লেন বিরাট কোহলি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহক এখন ভারতীয় এই ব্যাটার।

চতুর্থ ওভারে হাসান মাহমুদের বলে রোহিত শর্মার বিদায়ের পর ক্রিজে আসেন বিরাট কোহলি। ষষ্ঠ ওভারের পঞ্চম বলে তাসকিন আহমেদের বলে সিঙ্গেল রান নিতেই বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক বনে যান তিনি। স্কোরবোর্ডে তখন তার নামের পাশে ছিল ১৬ রান। শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনেকে হটিয়ে এই কীর্তি গড়েন কোহলি।  

শীর্ষে থাকা বিরাট কোহলি টি-টোয়েন্টি বিশ্বকাপে এই কীর্তি গড়তে করতে হয়েছে ১০১৭ রান। ২৫ ম্যাচে এই রেকর্ড গড়েন তিনি। দুইয়ে থাকা মাহেলা জয়াবর্ধনের রান সংখ্যা ১০১৬; খেলেছেন ৩১ ম্যাচ। ৩৩ ম্যাচে ৯৬৫ রান করে তিনে রয়েছেন ক্রিস গেইল। ৩৫ ম্যাচে ৯০৪ রান করে চারে রোহিত শর্মা। পাঁচে থাকা তিলকরত্নে দিলশানও খেলেছেন সমান ৩৫ ম্যাচ, তার রান সংখ্যা ৮৯৭।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।