ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

হোটেল কক্ষের ভিডিও ফাঁস, যা বললেন ক্ষুব্ধ কোহলি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
হোটেল কক্ষের ভিডিও ফাঁস, যা বললেন ক্ষুব্ধ কোহলি

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়ে হোটেল নিয়ে বেশ বড় ধরনের সমস্যায় পড়েছে ভারতীয় দল। রোহিত-কোহলিদের যে হোটেলে রাখা হয়েছে তার মান নিয়ে প্রশ্ন উঠেছে শুরু থেকেই।

এবার ইন্টারনেটে ফাঁস হয়েছে বিরাট কোহলির হোটেল রুমের ভিডিও। যা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ভারতীয় ব্যাটার।

সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন কোহলি। যেখানে দেখা যাচ্ছে, কোহলির অনুপস্থিতির সুযোগে কয়েকজন ব্যক্তি তার রুমে ঢুকে ভিডিও করছেন। ব্যক্তিগত সামগ্রীর ভিডিও তুলছেন তারা। কোহলির জুতা, জামা-কাপড়, বিছানা থেকে শুরু করে শৌচাগারেরও ভিডিও পর্যন্ত করা হয়েছে! সেই সময়ই দেখা যায় তিন ব্যক্তি কোট-প্যান্ট পরা অবস্থায় সেই কক্ষে আছেন। পোশাক দেখে মনে হচ্ছে, তারা হোটেলেরই কর্মী।

ভিডিও শেয়ার করে কোহলি লিখেছেন, 'আমি জানি, ভক্তরা সব সময় তাদের প্রিয় খেলোয়াড়কে দেখে আনন্দ পান, তার সঙ্গে দেখা করতে চান। আমি এই অনুভূতিকে সম্মান করি। কিন্তু এই ভিডিও দেখে আমি আতঙ্কিত। যদি আমার হোটেলের ঘরেই আমার গোপনীয়তা রক্ষা না হয়, তা হলে কোথায় হবে? এই ধরনের ভালোবাসা আমি চাই না। এভাবে কারও ব্যক্তিগত পরিসরে প্রবেশ করা ঠিক নয়। দয়া করে সবার ব্যক্তিগত জীবনকে সম্মান করুন। তাদের বিনোদনের সামগ্রী করে তুলবেন না '

অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারও এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি লিখেছেন, 'এটা খুব বিরক্তিকর ঘটনা। মেনে নেওয়া যায় না। ' 

ভিডিও ফাঁসের ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়ে গেছে। তবে এখন পর্যন্ত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগের খবর পাওয়া যায়নি।  

এর আগে একই হোটেলের বিরুদ্ধে ঠাণ্ডা খাবার সরবরাহের অভিযোগ তোলেন ভারতীয় ক্রিকেটাররা। সেইসঙ্গে তাদের টিম হোটেলের মান নিয়েও প্রশ্ন তুলেছিলেন তারা।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।