ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে সিকান্দার রাজার ঠিকানা রংপুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
বিপিএলে সিকান্দার রাজার ঠিকানা রংপুর

ফর্মের চূড়ায় আছেন তিনি। প্রায় প্রতি ম্যাচেই পারফর্ম করছেন, দলকে এনে দিচ্ছেন দারুণ সব জয়ও।

এমন ফর্মে থাকা সিকান্দার রাজাকে দেখা যাবে আগামী বাংলাদেশ প্রিমিয়ার লিগেও। রংপুর রাইডার্সের হয়ে খেলবেন তিনি।

আসন্ন বিপিএলকে সামনে রেখে ইতোমধ্যেই দল গোছাতে শুরু করেছে বিপিএলের অন্যতম সফল দল রংপুর রাইডার্স। এর আগে পাকিস্তানের স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ, পেসার হারিস রউফের পর অভিজ্ঞ শোয়েব মালিককে দলে টেনেছে তারা।

এবারে রাজাকে দলে নেওয়ার খবর জানিয়ে রংপুর রাইডার্স তাদের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘জিম্বাবুয়ে থেকে এক তারকার আগমন ঘটেছে। সিকান্দার রাজাকে দলে ভেড়ানোর খবর জানাতে পেরে আমরা রোমাঞ্চিত। আরআর ফ্যামিলিতে স্বাগতম। ’

জিম্বাবুয়ের হয়ে ১৭ টেস্টে ১১৮৭, ১২৩ ওয়ানডেতে ৩৬৫৬ ও ৬৩ টি-টোয়েন্টি ১১৮৫ রান করেছেন সিকান্দার রাজা। উইকেট নিয়েছেন যথাক্রমে ৩৪, ৭০ ও ৩৬টি। ১৪৮টি স্বীকৃত টি-টোয়েন্টি খেলে ১৯ ফিফটিতে রাজা করেছেন ২৯৫৯ রান, ৭.২৭ ইকোনমিতে নিয়েছেন ৭২ উইকেট।

বাংলাদেশ সময় : ১১৪৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।