ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়াদের বিপক্ষে আগে বল করতে হবে বাংলাদেশকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
প্রোটিয়াদের বিপক্ষে আগে বল করতে হবে বাংলাদেশকে

বাংলাদেশের ঝুঁলিতে আছে দুই পয়েন্ট। দক্ষিণ আফ্রিকার জন্য অবশ্য ‘বাঁচা-মরার লড়াই’, সাকিব আল হাসান অন্তত মনে করেন তেমনই।

ম্যাচজুড়ে তাই রোমাঞ্চ ছড়ানোর কথা স্বাভাবিকভাবেই। কিন্তু তাতে শঙ্কা ছিল বৃষ্টির বাধার। অবশেষে সেটা কেটে সিডনির আকাশে দেখা মিলেছে রোদের।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় নয়টায় সুপার টুয়েলভের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ একাদশে একটি একটি বদল নিয়ে খেলতে নামছে। ইয়াসির আলি রাব্বির জায়গায় খেলবেন মেহেদী হাসান মিরাজ। প্রোটিয়াদের একাদশে লুঙ্গি এনগিডির জায়গা নিয়েছেন তাব্রেইজ শামসি।  

অতীত ইতিহাস অবশ্য খুব একটা সুখকর না বাংলাদেশের।  এর আগে টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ বার মাঠে নেমে একটিতেও জয় পাওয়া হয়নি। গতবছর টি-টোয়েন্টি বিশ্বকাপে হারতে হয়েছে ৬ উইকেটে।

বাংলাদেশ সময় : ০৮৩৫, অক্টোবর ২৭, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।