ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টির বাধার পর লড়ছে আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
বৃষ্টির বাধার পর লড়ছে আয়ারল্যান্ড

বৃষ্টির চোখ রাঙানি ছিল আগেই। মেলবোর্নের আকাশ সকাল থেকেই কালো।

আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড দলের অধিনায়করা এ কারণে টসকে গুরুত্বপূর্ণ মনে করেছিলেন। কারণ, বৃষ্টিস্নাত মাঠে রান তাড়া করাটাই হবে সুবিধাজনক। ইংল্যান্ড টস জিতে ফিল্ডিং বেছে নেয়। ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। ক্রিজে নেমে ১.৩ ওভার ব্যাট করার পরই নামে বৃষ্টি। যার ফলে খেলা বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর বন্ধ হয়ে আবারও বৃষ্টি নামার ফলে খেলা শুরু করতে বিলম্ব হয়।

বৃষ্টি বাধার পর খেলা শুরু হয়েছে। মাঠে ব্যাট হাতে লড়াই করছে আয়ারল্যান্ড। এই রিপোর্ট লেখা পর্যন্ত এক উইকেটের বিনিময়ে ১০ ওভারে ৯২ রান করেছে আয়ারল্যান্ড। অ্যান্ডি বালবিরনি ৪১ এবং লরকান টাকার ৩০ রানে অপরাজিত আছে।

যদিও মেলবোর্নের আকাশ কালো হয়ে রয়েছে মেঘে। যে কোনো সময় আবারও বৃষ্টি নামতে পারে। এর মধ্যেই খেলা চলছে। সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় হেরেছিল আয়ারল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে ১২৮ রান করার পর হেরেছিল ৯ উইকেটের ব্যবধানে।

আর আফগানিস্তানের বিপক্ষে ১১৩ রান করতেও ধুঁকতে হয়েছিল ইংল্যান্ডকে। যদিও জয় পেয়েছিল তারা ৫ উইকেটের ব্যবধানে।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।