ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

ক্রিকেট

দুই বলে দুই উইকেট তাসকিনের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
দুই বলে দুই উইকেট তাসকিনের

ব্যাটিংয়ের মতো বল হাতেও শুরুটা দারুণ হলো বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভার করতে এসে রীতিমতো আগুন ঝড়িয়েছেন তাসকিন আহমেদ।

প্রথম দুই বল থেকেই তুলে নিয়েছেন নেদারল্যান্ডসের দুই উইকেট।  

টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে নেদারল্যান্ডসের সামনে ১৪৫ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। এমন সংগ্রহের পর বল হাতে দরকার ছিল ভালো শুরুর, সেটিই এনে দেন তাসকিন।  

ইনিংসের একদম প্রথম বলেই তিনি ফেরান বিক্রমজিৎ সিংকে। তার লেন্থ বলে স্লিপে দাঁড়িয়ে থাকা ইয়াসির আলি রাব্বি নেন সহজ ক্যাচ। পরের বল সিক্স স্টাম্প লাইনে করেন তাসকিন।  

উইকেটের পেছনে দাঁড়িয়ে থাকা নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ভাস ডি লিট। নিজের প্রথম ওভারে মাত্র ৩ রান দেন তাসকিন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬ রান করেছে নেদারল্যান্ডস।

বাংলাদেশ সময় : ১২০৪, অক্টোবর ২৪, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।