ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

২৭ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে আইপিএল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
২৭ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে আইপিএল

চলমান বছরের মার্চের শেষে মাঠে গড়াতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। সূচি অনুযায়ী আসরটি শেষ হতে পারে মে মাসের শেষে।

আইপিএলের আসছে আসর নিয়ে ১০টি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বৈঠক শেষে এমন সিদ্ধান্ত আসে। টুর্নামেন্ট কতৃপক্ষ দলের মালিকদের জানিয়ে দিয়েছে, উদ্বোধনী ম্যাচে সম্ভাব্য দিন ২৭ মার্চ।

ফ্র্যাঞ্চাইজিগুলো জানিয়েছে, ভারতের মাটিতেই অঅইপিএল অনুষ্ঠিত হবে। যেখানে মুম্বাইয়ের কয়েকটি মাঠ হবে মূল ভেন্যু। আর দেশটিতে যদি করোনা মহামারির মাত্রা কম থাকে, তবে আহমেদাবাদ প্লে-অফের ম্যাচগুলো আয়োজন করবে।

এদিকে ভারতের যদি কোভিডের কারণে ম্যাচ আয়োজন করা না যায়, তবে দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাতকে বিকল্প ভেন্যু হিসেবে রাখা হবে।

যদিও এসব সিদ্ধান্ত সবই সম্ভাব্য। আগামী ২০ ফেব্রুয়ারি আশা করা যাচ্ছে পূর্ণ সিদ্ধান্ত নেওয়া্ হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।