ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় ওয়ানডের আগে আলজারিকে জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
দ্বিতীয় ওয়ানডের আগে আলজারিকে জরিমানা

আর কিছুক্ষণ পরেই বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। তবে এর আগে আলজারি জোসেফকে শাস্তি দিয়েছে আইসিসি।

প্রথম ওয়ানডেতে অশোভন আচরণের কারণে ক্যারিবিয়ান এই পেসারের ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইসিসির আচরণবিধি নীতিমালার ২.৩ ধারা ভঙ্গ করেছেন। যা লেভেল ওয়ান ধরনের অপরাধ। সেন্ট কিটস অ্যান্ড নেভিসে ঘটনাটি ঘটে ম্যাচ শুরু হওয়ার আগে। আলজারিকে তখন স্পাইক জুতা নিয়ে পিচে পা রাখতে নিষেধ করেন চতুর্থ আম্পায়ার। এর প্রতিক্রিয়ায় আম্পায়ারের সঙ্গে কথোপকথনে আপত্তিকর ও অবমাননাকর ভাষা প্রয়োগ করেন ডানহাতি এই পেসার।

ম্যাচ ফি কর্তনের পাশাপাশি আলজারিকে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। সেই ম্যাচে ১০ ওভারে ৬৭ রান দিয়ে দুই উইকেট শিকার করেন তিনি। পরে বাংলাদেশের দেওয়া ২৯৫ রানের লক্ষ্য ১৪ বল ও ৫ উইকেট হাতে রেখে পাড়ি দেয় ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ সময় :  ১৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।