ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হঠাৎ করেই টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন ডি কক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
হঠাৎ করেই টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন ডি কক

দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার কুইন্টন ডি কক হঠাৎ করেই টেস্ট ক্রিকেটটে বিদায় বলে দিলেন। মাত্র ২৯ বছর বয়সেই তার এমন সিদ্ধান্তের কারণ হিসেবে জানিয়েছেন পরিবারকে আরও সময় দিতে হবে।

 

বিবৃতিতে ডি কক বলেন, ‘বাড়ন্ত পরিবারকে আরও সময় দিতেই এই সিদ্ধান্ত। ’

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারে দক্ষিণ আফ্রিকা। অবশ্য পিতৃত্বকালীন ছুটি নেওয়ায় এই সিরিজে নেই ডি কক। কিন্তু ছুটিতে থাকা অবস্থায় তার এমন হুট করে বিদায়ের সিদ্ধান্ত দলের জন্য হতাশাই বয়ে এনেছে বলা যায়।

টেস্ট ফরম্যাটে ৫৪ ম্যাচ খেলে ডি ককের রয়েছে ৬ সেঞ্চুরি ও ৩৮.৮২ গড়ে ৩ হাজার ৩০০ রান। উইকেটের পেছনে ডিসমিসাল ২৩২টি।  

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার মাধ্যমে দেওয়া বিবৃতিতে ডি কক বলেন, ‘এই সিদ্ধান্ত খুব সহজে আসেনি। ভবিষ্যৎ কেমন হবে এবং সামনের পথচলায় সবচেয়ে প্রাধান্য দেব কোনটি, এসব নিয়ে অনেক ভেবেছি আমি। সাশা (ডি ককের স্ত্রী) ও আমি আমাদের প্রথম সন্তানকে স্বাগত জানানোর অপেক্ষায় আছি এবং এরপরও পরিবার গড়ে তুলতে চাই। পরিবারই আমার কাছে সবকিছু এবং আমাদের জীবনের এই নতুন ও রোমাঞ্চকর সময়ে ওদের সঙ্গে কাটানোর সময় ও সুযোগ চাই আমি। ’

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।