ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সুপ্তার সেঞ্চুরি মিসের আফসোস সতীর্থের কণ্ঠে

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
সুপ্তার সেঞ্চুরি মিসের আফসোস সতীর্থের কণ্ঠে

সংবাদ সম্মেলনের শুরুতেই মিডিয়া ম্যানেজার জাহিদ চৌধুরী জানালেন শারমিন আক্তার সুপ্তার খবর। দুর্দান্ত ইনিংসের পর তাকে মাঠ ছাড়তে হয়েছিল আরেকজনের কাঁধে ভর করে।

তার সমস্যাটা সাময়িক বলেই জানা গেছে, সিরিজের বাকি ম্যাচগুলোতে খেলার ব্যাপারেও এখন ততটা অনিশ্চয়তা নেই।  

দেড় বছর পর ফেরা সুপ্তার ৮৯ বলে ৯৬ রানের ইনিংসে ভর করে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ২৫২ রান করেছে। এরপর রেকর্ড ১৫৪ রানের ব্যবধানে জয় পেয়েছে আয়ারল্যান্ডের নারী দলের বিপক্ষে। বেশ লম্বা সময় ধরে এক ধরনের অস্বস্তিতে থাকা দল এমন জয়ে দারুণ খুশি, জানিয়েছেন সুলতানা খাতুন।

তিনি বলেন, ‘আসলে যখনই দল ফল করে। সবাই একটু ভিন্ন থাকে। সবাই চেষ্টা করে ম্যাচটা জিতুক, বাংলাদেশকে একটা ভালো ফল এনে দেই। যখন ম্যাচ জেতে, সবাই একটু ভিন্নভাবে নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করে। ’ 

টপ অর্ডারের বাকি ব্যাটাররা যখন কিছুটা ধীর ইনিংস খেলছে, সেখানে আলাদা ছিলেন শারমিন আক্তার। একশর বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। তার সামনে সুযোগ ছিল বাংলাদেশ নারী দলের হয়ে দ্রুততম সেঞ্চুরি হাঁকানোর। তার ব্যাটিংয়ে মুগ্ধ সুলতানা জানিয়েছেন, সেঞ্চুরিটা পেলে আরও ভালো হতো।

তিনি বলেন, ‘উনি যে ব্যাটিংটা করছে, অবশ্যই সে ভালো ব্যাটিং করেছে। দ্বিতীয়বার দেখলাম উনি এত আক্রমণাত্মক ব্যাটিং করতে। সে চাইলে ভালো ব্যাটিং করতে পারে। আরও বেশি ভালো হতো যদি কি না সেঞ্চুরিটা মারতে পারতো। ’
 
‘আসলে ওয়ানডে তো আপনার বল দেখে দেখে খেলতে হবে। উনি যখন নামছে, পরিস্থিতি ছিল একরকম; আর যখন একটা ওপেনার ব্যাটিং করে, নতুন বলে পরিস্থিতি ছিল একরকম। উনি যেটা সহজে খেলতে পেরেছে, হয়তো ওপেনাররা শাফলিং করে খেলতে পারেনি। ’

বাংলাদেশ ঘরের মাঠের সুবিধা কাজে লাগাবে, আগের দিন কোচ হাশান তিলকারাত্নেই দিয়েছিলেন তেমন ইঙ্গিত। পরদিন অবশ্য বাংলাদেশ করেছে বেশ রান। আয়ারল্যান্ড অলআউট হয়েছে স্রেফ ৯৮ রানে। যদিও উইকেট এতটা কঠিন ছিল, মনে করেন না সুলতানা।

তিনি বলেন, ‘আজকের উইকেট দেখে আমার তেমন মনে হয়নি যে এটা স্লো এন্ড লো উইকেট। ওরা যখন বল করছে, কিছু বল বুকের ওপর থেকে গেছে। যদি লো উইকেট থাকতো সেটা থাকতো হাঁটুর নিচে। দুয়েকটা বল নিচু হয়, কিন্তু উইকেট ভালো ছিল। ’ 

‘২৭০ রানের উইকেট ছিল। আসলে আমাদের মূল লক্ষ্য ছিল ৩০০ রান করার। সাডেনলি হয়নি। কিন্তু ইন শা আল্লাহ পরের ম্যাচে আমরা চেষ্টা করবো প্লাস করার জন্য। ’

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।