ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কন্যা সন্তানের বাবা হলেন কেন উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
কন্যা সন্তানের বাবা হলেন কেন উইলিয়ামসন বাবা হলেন উইলিয়ামসন

কন্যা সন্তানের বাবা হয়েছেন কেন উইলিয়ামসন। বুধবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে খরবটি নিশ্চিত করেছেন ব্ল্যাক ক্যাপ অধিনায়ক।

 

সদ্য জন্ম নেওয়া সন্তানের এক ছবি ইন্সটাগ্রামে পোস্ট করে ৩০ বছর বয়সী ব্যাটসম্যান ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের পরিবারে এক সুন্দর কন্যা সন্তানকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। ’ 

এর আগে সন্তানসম্ভাবা স্ত্রী সারাহ রহীমের পাশে থাকার জন্য এই মাসের শুরুর দিকে ছুটি নেন উইলিয়ামসন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ছিলেন না তিনি। এবারই প্রথম বাবা হলেন নিউজিল্যান্ড অধিনায়ক।  

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।