ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নতুন চেয়ারম্যান পাকিস্তানের মহসিন নকভি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৩, এপ্রিল ৩, ২০২৫
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নতুন চেয়ারম্যান পাকিস্তানের মহসিন নকভি মহসিন নকভি/সংগৃহীত ছবি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান শামি সিলভার স্থলাভিষিক্ত হলেন।

 

বৃহস্পতিবার ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। আগামী দুই বছর নকভি এশিয়ান ক্রিকেটের নেতৃত্ব দেবেন।  

আজ এসিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "পাকিস্তান আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) কাছ থেকে সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে। এখন থেকে পাকিস্তান এই সংস্থার নেতৃত্বে থাকবে এবং এশিয়ায় ক্রিকেটের উন্নয়ন ও প্রসারে কাজ করবে। "  

নকভির সামনে সবচেয়ে বড় দায়িত্ব হলো এশিয়া কাপ ২০২৫ সফলভাবে আয়োজন করা। মূলত, এশিয়া কাপের আয়োজক দেশ ছিল ভারত। তবে ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের কারণে নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্টটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল এশিয়া কাপের সম্প্রচার স্বত্ব বিক্রির সময়। এখন নকভির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নতুন ভেন্যু চূড়ান্ত করা।  

এশিয়া কাপের সম্ভাব্য আয়োজক দেশ:
- সংযুক্ত আরব আমিরাত আয়োজক হিসেবে সবচেয়ে এগিয়ে  
- শ্রীলঙ্কা বিকল্প ভেন্যু হিসেবে আলোচনায়  

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।