ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

হাথুরুর প্রথম জয়, ফাইনালের স্বপ্ন বাঁচলো শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
হাথুরুর প্রথম জয়, ফাইনালের স্বপ্ন বাঁচলো শ্রীলঙ্কার ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘মাস্ট উইন’ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখলো শ্রীলঙ্কা। টানা দুই হারের পর ঘুরে দাঁড়িয়েছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। ১৯৮ রানে গুটিয়ে দিয়ে ৩১ বল ও ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা।

মধুর প্রতিশোধই নিয়েছে ম্যাথুসবিহীন শ্রীলঙ্কা। জিম্বাবুয়ের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম দেখায় হতাশায় ডোবে ৯৬’র বিশ্ব চ্যাম্পিয়নরা।

বাংলাদেশের কাছে বিধ্বস্ত হয়ে ফাইনালের রেসে টিকে থাকাটাই শঙ্কার মুখে পড়ে। অবশেষে ছন্দ ফিরেছে লঙ্কান শিবিরে। নিজ দেশের কোচের দায়িত্ব নেওয়ার পর প্রথম জয়ের দেখা পেলেন মাশরাফিদের সাবেক গুরু হাথুরুসিংহে।

ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমএই ম্যাচটি জিতলেই এক ম্যাচ হাতে রেখে ফাইনালে বাংলাদেশের সঙ্গী হতো জিম্বাবুয়ে। বাধা হয়ে দাঁড়ালো শ্রীলঙ্কা। টানা দুই ম্যাচেই বোনাস পয়েন্টসহ জয়ে ফাইনালে উঠে গেছে টাইগাররা। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ-জিম্বাবুয়ে ও দু’দিন পর বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। ফাইনাল ২৭ জানুয়ারি।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত রোববারের (২১ জানুয়ারি) ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে লড়াকু সংগ্রহ গড়তে পারেনি জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। পেরেরা-নুয়ান প্রদীপদের বোলিং তোপে ৪৪ ওভারে সবকটি উইকেটের পতন ঘটে।

ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমসর্বোচ্চ ৫৮ রান করেন ব্রেন্ডন টেইলর। হ্যামিল্টন মাসাকাদজা ২০, সোলোমন মায়ার ২১, ম্যালকম ওয়ালার ২৪, অধিনায়ক গ্রায়েম ক্রেমার ৩৪ রানে প্যাভিলিয়নের পথ ধরেন। চারটি উইকেট দখল করেন থিসারা পেরেরা। আরেক পেসার প্রদীপ নেন তিনটি। স্পিনার লক্ষণ সান্দাকান পান দু’টি।

ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমসহজ টার্গেট তাড়া করতে নেমে ওপেনার কুশল পেরেরা ৪৯ রানের ইনিংস খেলেন। ওয়ানডাউনে নামা কুশল মেন্ডিস করেন ৩৬। ভারপ্রাপ্ত দলপতি দিনেশ চান্দিমাল ৩৮ ও থিসারা পেরেরা ৩৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। দু’জনের অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে আসে ৫৭। ম্যাচ সেরার পুরস্কার জেতেন দারুণ অলরাউন্ড নৈপুণ্য দেখানো পেরেরা।

ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমতিন ম্যাচে এক জয়ে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার পয়েন্ট সমান ৪। নেট রান রেটে এগিয়ে থাকায় দ্বিতীয় পজিশনে জিম্বাবুইয়ানরা। বোনাস পয়েন্টের সুবাদে দুই ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বাইরে টিম বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ২১ জানুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।