ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

৩ রান দিয়ে সুফিয়ানের ৫ উইকেট, বড় জয়ে সিরিজ পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৪
৩ রান দিয়ে সুফিয়ানের ৫ উইকেট, বড় জয়ে সিরিজ পাকিস্তানের

জিম্বাবুয়ের শুরুটা হয়েছিল দারুণ। কিন্তু তাদের পতন শুরু হয় পঞ্চম ওভার থেকে।

স্রেফ ২০ রানের মধ্যে ১০ উইকেট হারানো দলটি গুটিয়ে যায় ৫৭ রানে! এই রান তাড়া করতে অবশ্য কোনো উইকেট হারায়নি পাকিস্তান। বড় জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল তারা।  

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ ১০ উইকেটে জয় পায় পাকিস্তান। আগে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন ৫৭ রানে অলআউট হয়। পরে ৮৭ বল হাতে রেখে এই রান তাড়া করে পাকিস্তান। এই ফরম্যাটে রান তাড়ায় প্রথমবার পঞ্চাশের বেশি বল হাতে রেখে জিতল তারা। গত এপ্রিলে রাওয়ালপিন্ডিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৪৭ বল বাকি থাকতে জিতেছিল দলটি।

ম্যাচে দারুণ বোলিংয়ে রেকর্ড গড়েন পাক স্পিনার সুফিয়ান মুকিম। স্রেফ ৩ রানে ৫ উইকেট নেন তিনি। পাকিস্তানের হয়ে এই ফরম্যাটে সেরা বোলিং ফিগার এটিই। আগের রেকর্ডটি ছিল সাবেক পেসার উমর গুলের। ৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।  

টস জিদে আগে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে উদ্বোধনী জুটিতে ২৭ বলে ৩৭ রান করে। এরপর শুরু হয় ব্যাটিং ধ্বস। আব্বাস আফ্রিদি মারুমানিকে ১৬ রানে বিদায় করে শুরুটা করেন। দলের হয়ে যেটি দ্বিতীয় সর্বোচ্চ রান। ওপেনার ব্রায়ান বেনেট সর্বোচ্চ ২১ রান করেন। বাকি ব্যাটাররা আউট হন দুই অঙ্ক না স্পর্শ করেই।  

পাকিস্তানের হয়ে সুফিয়ান মুকিমের ৫ উইকেটের পাশাপাশি দুটি উইকেট নেন আব্বাস। একটি করে উইকেট নেন আবরার আহমেদ, হারিস রউফ ও সালমান আঘা।

জিম্বাবুয়ের এই রান তাড়া করতে নেমে ৫ ওভার ৩ বলে জয় নিশ্চিত করেন ওপেনার ওমাইর ইউসুফ ও সাইম আইয়ুব। তাদের জুটিটি হয় ৩৩ বলে ৬১ রানের। ১৫ বলে ২২ রানে অপরাজিত থাকেন ওমাইর। আর আইয়ুব ১৮ বলে অপরাজিত ৩৬ রান করেন।  

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।