ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

এক ওভারে রেকর্ড ৩৭ তুললেন ডুমিনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
এক ওভারে রেকর্ড ৩৭ তুললেন ডুমিনি ছবি:সংগৃহীত

লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রান তুলে দক্ষিণ আফ্রিকার হয়ে রেকর্ড গড়লেন জেপি ডুমিনি। দেশটির ঘরোয়া ক্রিকেটে মোমেন্টাম ওয়ানডে কাপ ম্যাচে প্রতিপক্ষের এডি লিয়ের এক ওভারে ঝড় তুলে ৩৭ রান করেন তিনি। পেছনে ফেলেন সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান হার্শেল গিবসকে।

ডুমিনি অবশ্য বিশ্ব রেকর্ড গড়তে পারেননি। বিশ্ব রেকর্ডটি ২০১৩-১৪ মৌসুমে গড়েছিলেন জিম্বাবুয়ের এলটন চিগুম্বুরা।

বাংলাদেশে অনুষ্ঠিত ঢাকা প্রিমিয়ার লিগে আলাউদ্দিন বাবুর এক ওভারে ৩৯ রান নিয়ে রেকর্ডটি গড়েন জিম্বাবুয়ের অলরাউন্ডার।

ডুমিনির রেকর্ডটি দ্বিতীয়স্থানে চলে এসেছে। যেখানে লিয়ের প্রথম চার বলেই ছক্কা হাঁকান এই ব্যাটিং অলরাউন্ডার। পঞ্চব বলে দুই রান নেন। ষষ্ঠ বলটি ‘নো’ দেওয়ায় ফায়দা লুটেন বাঁহাতি ডুমিনি। মারেন একটি চার। আর শেষ বলে ফের ছক্কা।  

গিবসের রেকর্ডটি এই তালিকায় তৃতীয়। তিনি ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ফন বাঙ্গের এক ওভারে ছয়টি ছক্কা হাঁকিয়ে ৩৬ করেছিলেন। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অবশ্য এটিই সর্বোচ্চ রেকর্ড। এমনকি এক ওভারে ছয় ছক্কারও একমাত্র রেকর্ড এটি।

কেপ কোবরাসের হয়ে নাইটসের মুখোমুখি হয়েছিলেন ডুমিনি। পরে মাঠ ছেড়েছেন ৩৭ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলে। আগে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৯ রানের স্কোর গড়েছিল নাইটস। জবাবে ৩৬তম ওভার শেষে ৮ উইকেট হাতে নিয়ে জয় থেকে ৩২ রানের দূরত্বে ছিল কোবরাস।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ২০ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।