ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

তৃতীয় ও চতুর্থ ওয়ানডেতে নেই ইমরুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
তৃতীয় ও চতুর্থ ওয়ানডেতে নেই ইমরুল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাঁ হাতের আঙ্গুলে চোট পাওয়ায় ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচে রাখা হয়নি টপঅর্ডার ব্যাটসম্যান ইমরুল কায়েসকে। এবার সেই চোট তাকে ছিটকে দিল পরের দুই ম্যাচ থেকেও। তাই তাকে বাইরে রেখেই টুর্নামেন্টের তৃতীয় ও চতুর্থ ওয়ানডে সামরে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টানা দুই ম্যাচে দাপুটে জয় নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা। জিম্বাবুয়েকে ৮ উইকেটে বিধ্বস্ত করার পর শুক্রবারের (১৯ জানুয়ারি) খেলায় শ্রীলঙ্কাকে ১৬৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে মাশরাফির দল।

স্কোয়াড: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবুল হাসান রাজু, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন ও সানজামুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ১৯ জানুয়ারি ২০১৮
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।