ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

নলডাঙ্গায় শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
নলডাঙ্গায় শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: নাটোরের নলডাঙ্গায় সোনার বাংলা ক্লাবের উদ্যোগে শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে নলডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন নলডাঙ্গা পৌরসভার চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শরিফুল ইসলাম পিয়াস।

এসময় উপস্থিত ছিলেন- নলডাঙ্গা থানার সহকারী উপ পরিদর্শক (এসআই) আব্দুল মুন্নাফ, নলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরহাদ হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি খালেদ মাহমুদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নয়ন, ছাত্রলীগ নেতা শাহরুখ ইসলাম সাগর, আবির হোসেন, হেলাল উদ্দিন, সোনার বাংলা ক্লাবের সভাপতি রানা খান, সাধারণ সম্পাদক নাহিদ ইসলাম সাগর প্রমুখ।

সোনার বাংলা ক্লাবের সভাপতি রানা খান বাংলানিউজকে জানান, নক আউট ভিত্তিক ১৬ দলে খেলা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী খেলায় পুঠিয়া উপজেলার আমগোষপাড়া স্বাধীনতা ক্লাব নলডাঙ্গার তেঘড়িয়া জিম ক্লাবকে ৮৭ রানে পরাজিত করে।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।