ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অভিযুক্ত স্টোকসের দুই বছর জেল হতে পারে!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
অভিযুক্ত স্টোকসের দুই বছর জেল হতে পারে! ছবি:সংগৃহীত

ব্রিস্টল কেলেঙ্কারির পর সহেজেই রেহাই পাচ্ছেন না বেন স্টোকস। পুলিশের তদন্ত শেষে তার বিরুদ্ধে মারামারির দায়ে অভিযোগ দায়ের করেছে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস)। তবে স্টোকস একা নন, ইংলিশ অলরাউন্ডারের সঙ্গে ঘটনায় অভিযুক্ত হয়েছেন আরও দুই জন।

স্টোকসদের বিচার কাজ ব্রিস্টলে ম্যাজিস্ট্রেট আদালতে চলবে । তবে তাদের আদালতে হাজির হওয়ার তারিখ পরে জানানো হবে।

বিচারে দোষী সাব্যস্ত হলে দুই বছর পর্যন্ত জেল হতে পারে স্টোকসের।

ঘটনাটি গত ২৪ সেপ্টেম্বরের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন ব্রিস্টলে একটি নাইটক্লাবের বাইরে মারামারিতে জড়িয়ে পড়েন স্টোকস। সঙ্গে ছিলেন আরেক ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসও। পরে অবশ্য অভিযোগ থেকে মুক্তি পেয়ে ইংল্যান্ড দলে ফেরেন হেলস।

তবে স্টোকস অ্যাশেজ ও ওয়ানডে দলে থাকলেও অস্ট্রেলিয়ায় যেতে পারেননি তদন্ত শেষ না হওয়ায়। অভিযুক্ত হওয়ায় এখন টি-টোয়েন্টি দল থেকেও বাদ পড়া নিশ্চিত।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, ১৬ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।