ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

নতুন রেকর্ড গড়লেন ইমরুল কায়েস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
নতুন রেকর্ড গড়লেন ইমরুল কায়েস নতুন রেকর্ডের জন্ম দিলেন ইমরুল-ছবি:সংগৃহীত

টেস্ট ক্রিকেটের ১৪১ বছরের ইতিহাসে নতুন রেকর্ডের জন্ম দিলেন ইমরুল কায়েস। মূলত ব্যাটিংয়ে পারদর্শী এ তারকা রানের কোনো ফোয়ারা ছড়িয়ে রেকর্ড গড়েননি। বদলি উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ পাঁচটি ক্যাচ নিয়ে নতুন রেকর্ডের জন্ম দিলেন।

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলছে বাংলাদেশ। তবে আঙ্গুলের চোটের কারণে কিউইদের ইনিংসে উইকেটের পেছনে থাকা হয়নি নিয়মিত উইকেটরক্ষক মুশফিকুর রহিমের।

তার স্থলাভিষিক্ত হন বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল। আর তাতেই রেকর্ড বয় হয়ে যান তিনি।

ক্যাচের শুরুটা ইমরুল করেন স্বাগতিকদের ওপেনার জিত রাভালকে দিয়ে। কামরুল ইসলাম রাব্বির বলে ২৭ রান করা রাভালের ক্যাচটি লুফে নেন। তাসকিনের বলে হাফসেঞ্চুরি করা কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে দ্বিতীয় ক্যাচে পরিণত করেন তিনি।  

ম্যাচের চতুর্থ দিন বাকি তিনটি ক্যাচ নেন ২৯ বছর বয়সী ইমরুল। শুভাষীশ রায়ের অভিষেক উইকেটে কলিন ডি গ্র্যান্ডহোমের ক্যাচ দিয়ে যার শুরু। পরে মাহমুদউল্লার বলে বিজে ওয়াটলিংয়ের (৪৯) ক্যাচটি নেন। আর রাব্বির বলে নেইল ওয়াগনারের ক্যাচটি নিয়ে রেকর্ডের পাত্র হন ইমরুল।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে ২২৪৬ নম্বর টেস্ট দেখছে ক্রিকেট বিশ্ব। এমন ঘটনা এর আগে কখনো দেখেনি বিশ্ব ক্রিকেট।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, ১৫ জানুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।