ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিশ ব্যাশে নিষেধাজ্ঞায় ম্যাককালাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
বিশ ব্যাশে নিষেধাজ্ঞায় ম্যাককালাম ব্রেন্ডন ম্যাককালাম/ছবি: সংগৃহীত

স্লো ওভার রেটের ‍কারণে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ব্রিসবেন হিট অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। তাই ১৭ জানুয়ারির ম্যাচটি খেলতে পারছেন না সাবেক নিউজিল্যান্ড তারকা।

মেলবোর্ন স্টারসের বিপক্ষে ম্যাককালামের জায়গায় অধিনায়কত্ব করবেন জো বার্নস। মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ৪০ মিনিটে ম্যাচটি শুরু হবে।

পার্থ স্কোর্চার্সের বিপক্ষে বুধবারের (১১ জানুয়ারি) ম্যাচটিতে স্লো ওভার রেটের ‍দায়ে দোষী সাব্যস্ত হন ম্যাককালাম। ২০ ওভার বোলিংয়ে নির্ধারিত ৯০ মিনিটের চেয়ে ছয় মিনিট পিছিয়ে ছিল ব্রিসবেন হিট। এ মৌসুমে এটি তাদের দ্বিতীয় স্লো ওভার রেট অপরাধ।

প্রত্যেক খেলোয়াড়কে ১ হাজার ডলার করে জরিমানা করা হয়েছিল, যা পরে ৫০০ ডলারে কমিয়ে আনা হয়। এ শাস্তির বিরুদ্ধে কোনো আপিল করেনি টিম কর্তৃপক্ষ।

হোম ভেন্যুতে পার্থের কাছে ২৭ রানে হেরে যায় ম্যাককালামের দল। এ জয়ে পয়েন্ট টেবিলে ব্রিসবেন হিটকে হটিয়ে শীর্ষে উঠে এসেছে দু’বারের চ্যাম্পিয়ন পার্থ। সমান ৮ পয়েন্ট হলেও নেট রান রেটে পিছিয়ে ব্রিসবেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ১২ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।