ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

কোহলি-ডুমিনিদের উপরে তামিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
কোহলি-ডুমিনিদের উপরে তামিম তামিম ইকবাল-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

২০১৬ সালটা বাংলাদেশি ওপেনার তামিম ইকবালের স্বপ্নের মতোই কেটেছে। যেন হাত দিলেই সোনা ফলেছে। ক্রিকেটের প্রতিটি ফরম্যাটেই সফল ছিলেন ড্যাশিং এ তারকা। আর ঘরের মাঠে নিজের প্রিয় প্রতিপক্ষ ইংল্যান্ডকে পেয়ে টেস্টেও পারফরম্যান্সের দ্যুতি ছড়িয়েছেন। তুলে নিয়েছেন দারুণ এক সেঞ্চুরি।

ক্রিকেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ইএসপিএনক্রিকইনফো ২০১৬ সালের সেরা ১০ টেস্ট ব্যাটিং পারফরম্যান্সের তালিকা করেছে। যেখানে মিরপুরে ইংলিংশদের বিপক্ষে তার ১০৪ রানের ইনিংটিও সুযোগ পেয়েছে।

তালিকার সাত নম্বরে থাকা তামিম সম্পর্কে সংবাদ মাধ্যমটিতে লেখা হয়, ‘তামিমকে দেখতে যা মনে হয়, তিনি তার চাইতেও ভালো। তার কাভার ড্রাইভ, পুল শট অসাধারণ। ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচটিতে তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। একই দিনে যখন দু’দলের ১৩টি উইকেটের পতন হয়েছে, সেদিনই তার ব্যাটে সেঞ্চুরি এসেছে। তিনি বাংলাদেশের প্রথম ইনিংসের প্রায় অর্ধেক রান করেছিলেন। দেশটি পরে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। ’

ক্রিকইনফোর এ তালিকায় সবার ওপরে রাখা হয়েছে ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসকে। গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে কেপ টাউন টেস্টে ১৯৮ বলে ২৫৮ রানের অসাধারণ এক ইনিংস খেলেন তিনি। তালিকায় দ্বিতীয়স্থানে আছে দ. আফ্রিকান উইকেটরক্ষক ব্যাটসম্যান তেম্বা বাভুমা। আর তৃতীয় অবস্থানে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম।  

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও প্রোটিয়া ব্যাটসম্যান জেপি ডুমিনি রয়েছেন তামিমের পেছনে। নিচে তালিকার ১০ জন পারফর্মারের নাম ও পারফরম্যান্স দেওয়া হলো।

•    বেন স্টোকস (ইংল্যান্ড) ২৫৮ প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, কেপ টাউন।
•    তেম্বা বাভুমা (দক্ষিণ আফ্রিকা) ১০২ (অপঃ) প্রতিপক্ষ ইংল্যান্ড, কেপ টাউন।
•    ব্র্যান্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড) ১৪৫ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ক্রাইস্টচার্চ।
•    মিসবাহ-উল-হক (পাকিস্তান) ১১৪ প্রতিপক্ষ ইংল্যান্ড, লর্ডস।
•    ইউনিস খান (পাকিস্তান) ২১৮ প্রতিপক্ষ ইংল্যান্ড, দ্য ওভাল।
•    কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা) ১৭৬ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, পাল্লেকেলে।
•    তামিম ইকবাল (বাংলাদেশ) ১০৪ প্রতিপক্ষ ইংল্যান্ড, মিরপুর।
•    জেপি ডুমিনি (দক্ষিণ আফ্রিকা) ১৪১ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, পার্থ।
•    বিরাট কোহলি (ভারত) ২৩৫ প্রতিপক্ষ ইংল্যান্ড, মুম্বাই।
•    পিটার হ্যান্ডসকম্ব (অস্ট্রেলিয়া) ১০৫ প্রতিপক্ষ পাকিস্তান, ব্রিসবেন।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ১০ জানুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।