ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শেষ দুই টি-২০’তে অপরিবর্তিত বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
শেষ দুই টি-২০’তে অপরিবর্তিত বাংলাদেশ দল অনুশীলনে বাংলাদেশ-ছবি:সংগৃহীত (ফাইল ফটো)

নিউজিল্যান্ড সফরে বেশ কঠিন সময়ই পার করছে বাংলাদেশ দল। এখন পর্যন্ত টানা চার ম্যাচ হেরেছে টাইগাররা। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হার। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই দলটির ওপরই পরের দুই টি-২০’তে ভরসা রাখছে।

ফলে অপরিবর্তিত রাখা হয়েছে লাল-সবুজ জার্সিধারীদের। দলের নেতৃত্বেও আছেন মাশরাফি বিন মর্তুজা।

আর সহ-অধিনায়ক সাকিব আল হাসান। তবে হ্যামিস্ট্রিং ইনজুরির কারণে দলে এখনও ফিরতে পারেননি মুশফিকুর রহিম।

দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মাউন্ট মাউনগানুইর বে ওভালে। ম্যাচগুলো যথাক্রমে ৬ ও ৮ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। কিন্তু প্রতিটি ম্যাচই বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাগত হোম, শুভাষীশ রায়, তাইজুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ০৫ জানুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।