ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কা সিরিজে বিশ্রামে কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
শ্রীলঙ্কা সিরিজে বিশ্রামে কোহলি ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ার মাটিতে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতার পর এবার বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে ভারত। তবে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে বিরাট কোহলিকে বিশ্রাম দিয়েছেন নির্বাচকরা।



সোমবার (০১ ফেব্রুয়ারি) মহেন্দ্র সিং ধোনিকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে নিজেদের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি-২০ ম্যাচ (৯, ১২ ও ১৪ ফেব্রুয়ারি) খেলবে টিম ইন্ডিয়া।

অজিদের বিপক্ষে সর্বোচ্চ রান করে টি-টোয়েন্টির সিরিজ সেরার পুরস্কার জেতেন কোহলি। তিন ম্যাচে তিন ফিফটিতে ১৯৯ রান করেন ভারতের টেস্ট অধিনায়ক। ফেব্রুয়ারিতে (২৪ তারিখে শুরু) এশিয়া কাপ সামনে রেখে কোহলিকে বিশ্রামে রাখা হয়েছে।

এদিকে, জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী বাঁহাতি স্পিনার পাওয়ান নেগি। ইনজুরির কারণে অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মিস করা ভুবনেশ্বর কুমারকে দলে রাখা হয়েছে। বাদ পড়েছেন পেসার উমেশ যাদব।

ভারত স্কোয়াড: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, মানিশ পান্ডে, সুরেশ রায়না, যুবরাজ সিং, হার্দিক পান্ডে, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, আশিষ নেহরা, হরভজন সিং, ভুবনেশ্বর কুমার ও পাওয়ান নেগি।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।