ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

গ্যাবা টেস্টে খেলবেন হ্যাজেলউড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
গ্যাবা টেস্টে খেলবেন হ্যাজেলউড

অ্যাডিলেড টেস্টে জশ হ্যাজেলউডের অভাব খুব একটা টের পায়নি অস্ট্রেলিয়া। তার পরিবর্তে খেলা স্কট বোল্যান্ড যে মন্দ বোলিং করেছেন, সেটাও নয়।

কিন্তু আগামীকাল থেকে শুরু হতে যাওয়া গ্যাবা টেস্টে মাঠের বাইরেই থাকতে হচ্ছে ডানহাতি এই পেসারকে। কেননা চোট কাটিয়ে ফিট হয়ে উঠেছেন হ্যাজেলউড।

দিবা-রাত্রির টেস্টে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ২টি ও দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট দখল করেন বোল্যান্ড। একাদশ থেকে তাকে বাদ দেওয়াটা সহজ ছিল না অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের জন্য।

তিনি বলেন, ‘তাকে (বোল্যান্ড) বাদ দেওয়ার সিদ্ধান্ত সত্যিই কঠিন। অ্যাডিলেডে দুর্দান্ত বল করে। দুর্ভাগ্যবশত গত ১৮ মাসে তাকে অনেকটা সময় রিজার্ভ বেঞ্চে কাটাতে হয়েছে। তবে যখনই মাঠে নামার সুযোগ পেয়েছে, অনবদ্য পারফরম্যান্স উপহার দিয়েছে। স্কটির (বোল্যান্ডের) জন্য খারাপ লাগছে। তবে সিরিজে পরের দিকে ফের সুযোগ পেতে পারে সে। আমি হতাশ হব, যদি না সে ফের মাঠে নামার সুযোগ পায়। ’

হ্যাজেলউডের ফিটনেস নিয়ে কামিন্স বলেন, ‘তার কোনো সমস্যা হচ্ছে না। গতকাল নেটে দারুণ বল করেছে। মেডিক্যাল টিম তার মাঠে নামা নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী। '

অস্ট্রেলিয়া একাদশ: উসমান খাজা, ন্যাথান ম্যাকসুয়েনি, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, ন্যাথান লায়ন ও জশ হ্যাজেলউড।


বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।