ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আফগানদের সামনে সহজ লক্ষ্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
আফগানদের সামনে সহজ লক্ষ্য ছবি: সংগৃহীত

ঢাকা: আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ‘বি’ গ্রুপে নিজেদেশের শেষ ম্যাচে ‍মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও কানাডা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে আফগানিস্তানের সামনে ১৪৮ রানের লক্ষ্যমাত্রা দাঁড় করিয়েছে কানাডা।



আফগানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫০তম ওভারের শেষ বলে ১৪৭ রানে অলআউট হয় কানাডা। মাত্র ৩১ রানে চার উইকেট হারানো কানাডাকে মাঝারি মানের এ সংগ্রহ এনে দেন আবরাশ খান ও আরশালান খান। পঞ্চম উইকেট জুটিতে তারা যোগ করেন ৬২ রান। আরশালান ৩৮ ও আবরাশ করেন ৩৩ রান। কানাডার ইনিংসের তৃতীয় সর্বোচ্চ রান আসে অতিরিক্ত খাত থেকে।

আফগানিস্তানের মুসলিম মুসা ও শামসুর রহমান তিনটি করে উইকেট নেন। রশিদ খান নেন দুটি উইকেট। একটি উইকেট নেন তারিক স্তানিকজাই।

কানাডা ও আফগানিস্তান নিজেদের প্রথম দুটি ম্যাচেই পরাজিত হয়েছে। ‘বি’ গ্রুপ থেকে পাকিস্তান ও শ্রীলঙ্কা দুটি করে ম্যাচ জিতে আগেই সুপার লিগ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ০১ ফেব্রুয়ারি ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।