ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

দিনাজপুরে রবি ফাস্ট বোলার হান্ট কর্মসূচিতে নির্বাচিত ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
দিনাজপুরে রবি ফাস্ট বোলার হান্ট কর্মসূচিতে নির্বাচিত ৪

দিনাজপুর: রবি ফাস্ট বোলার হান্ট কর্মসূচিতে লাইন ও লেন্থ বজায় রেখে সর্বোচ্চ গতিতে বল করতে পারায় স্থানীয় চার বোলারকে নির্বাচিত করা হয়েছে।

রোববার (৩১ জানুয়ারী) সকাল থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত পুলহাটস্থ দিনাজপুরের একমাত্র স্টেডিয়ামে রবি ফাস্ট বোলার হান্ট কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।



এসময় দিনাজপুরের ১৬৫ জন বোলার নিবন্ধনের মাধ্যমে এতে অংশ নেন। তাদের মধ্যে এই চার বোলার বিভাগীয় পর্যায়ের জন্য নির্বাচিত হন।

রবি ফাস্ট বোলার হান্ট কর্মসূচিতে উপস্থিত ছিলেন, প্রধান কোচ মাহবুব আলী জাকী, সমন্বয়কারী শাহিন হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার ও যুগ্ম-সাধারন সম্পাদক আসলাম হোসেন।

বাংলাদেশ সময়: ০৬৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।