ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সেঞ্চুরিতে আত্মবিশ্বাস বেড়েছে

বিশ্বকাপেও এভাবে খেলতে চাই: শান্ত

তাসনীম হাসান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
বিশ্বকাপেও এভাবে খেলতে চাই: শান্ত ছবি: উজ্জ্বল ধর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়াম থেকে: জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক তিনি। তিন নম্বরে নেমে খেলেছেন ১০২ রানের ধ্রুপদি ইনিংস।

তার এই ইনিংসের ওপর ভর করেই মূলত প্রথম প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়েকে ৬৩ রানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। তিনি নাজমুল হোসাইন শান্ত। দলের অন্যতম এ ব্যাটিং ভরসার কাঁধে আবার বাংলাদেশ দলের সহ অধিনায়কের ভারও।

শনিবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার আশেপাশে একটা সময়। দুই দলের খেলোয়াড়েরা সবেমাত্র ড্রেসিংরুমে ফিরেছেন। এমন সময় গণমাধ্যমের ডাক পড়ে নাজমুল হোসাইন শান্ত’র। সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন। আজ কিছু না বললে কি হয়?

নামে শান্ত হলেও বোলার পেঠানোর সময় কত ‘অশান্ত’ হয়ে উঠেন তা দেখিয়ে দিয়েছেন শনিবার সকালেই। মাঠের পারফরম্যান্সের মত গণামধ্যমের সামনে কথা বলাতেও যেন সমান পারদর্শী এই তরুণ।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের বাউন্ডারি লাইনের বাইরের সবুজ চত্বরে বসে  শান্ত বলেন, বিশ্বকাপ উপলক্ষে প্রস্তুতি ম্যাচ। তাই এই ম্যাচে বিশ্বকাপের একটি আবহ ছিলে। এ ম্যাচে সেঞ্চুরি করে আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে গেছে। এখন বিশ্বকাপে ইজিলি খেলতে পারব।

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে শান্ত বলেন, ‘প্রস্তুতি ম্যাচের মাধ্যমে ভুল শুধরানোর সুযোগ থাকে। এই ম্যাচে যারা ভালো খেলেছে তাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে, ফলে তারা বিশ্বকাপেও ভালো করতে পারবে। পাশাপাশি যারা ভালো খেলেনি, তারা পরবর্তী প্রস্তুতি ম্যাচে ভালো কিছু করার সুযোগ পাবে। তাই বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ’।

‘আর একটা বিষয়। বিশ্বকাপ বলে আমরা অনেকেই নার্ভাস ছিলাম। প্রস্তুতি ম্যাচ খেলায় সে নার্ভাসটাও কেটে গেছে। ’-যোগ করেন শান্ত।

শনিবারের ম্যাচে নিজের পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে নাজমুল হোসাইন শান্ত বলেন, ‘আমি যখন উইকেটে যাই তখন দলের দুই উইকেট নেই। তবে উইকেটে গিয়ে বুঝতে পারি উইকেট খুব ভালো। অধিনায়ক মিরাজ বলল, দেখেশুনে খেললে ভালো করা সম্ভব। আমি সোজা ব্যাটে খেলে গেলাম। বাউন্ডারির চেয়ে সিঙ্গেল-ডাবলে জোর দিলাম। অবশেষে সেঞ্চুরি আসল। ’

বেশ কিছুদিন ধরে দলের অন্যতম ব্যাটিং ভরসা। ভালো খেলেছেন ওয়ে্ষ্ট ইন্ডিজের সঙ্গে সর্বশেষ সিরিজেও। বিশ্বকাপে ব্যক্তিগত কোনো লক্ষ্য আছে কিনা এমন প্রশ্নে শান্ত কিছুটা সময় নিলেন।

বডি ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দিলেন আগেভাগে প্রত্যাশার ঝাপি খুলে দিয়ে নিজের ওপর চাপ তৈরি করে রাখতে নারাজ শান্ত।

তাই পরে বললেন ‘নির্দিষ্ট কোনো ব্যক্তিগত লক্ষ্য নেই। এমন খেলা খেলে যেতে চাই। ক্রিকেটটা উপভোগ করতে চাই। এভাবে খেলে গেলে নিশ্চয় ভালো কিছু অর্জন হয়ে যাবে।

সহঅধিনায়কের ইনিংস নিয়ে স্তুতি ঝরল দলীয় অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কণ্ঠেও। ড্রেসিংরুমে ফেরার পথে বলে গেলেন, ‘দারুণ ইনিংস খেলেছে শান্ত। আমরা আমাদের প্রস্তুতি ম্যাচ নিয়ে সন্তুষ্ট। সোমবার (২৫ জানুয়ারি) ইংল্যান্ডের সঙ্গেও এভাবে খেলতে চাই। ’

গত এক বছর ধরে শান্ত’র যা পারফরম্যান্স, ভবিষ্যত বাংলাদেশ জাতীয় দলের টপ অর্ডারে তাকে ভাবার সুখ স্বপ্ন দেখতেই পারেন ক্রিকেটবোদ্ধারা।

এর আগে নাজমুল হাসান শান্ত’র দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ২৮৪ রান করে বাংলাদেশ।

জবাবে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে জিম্বাবুয়ের যুবারা থেমে গেছে ২২১ রানে। জিম্বাবুয়েন উইকেট কিপার রায়ান মারের ১২৩ রানের দূর্দান্ত ইনিংস কেবলই হারের পার্থক্য কমিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।