ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ভুবি-রাহানে আউট, রিশি-গুরকিরাত ইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
ভুবি-রাহানে আউট, রিশি-গুরকিরাত ইন ছবি: সংগৃহীত

ঢাকা: চলতি মাসের ২৬ তারিখ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়া সফররত ভারত। টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার ভুবনেশ্বর কুমার ও আজিঙ্কা রাহানে।

তাদের দু’জনের পরিবর্তে দলে ঢুকেছেন অলরাউন্ডার রিশি ধাওয়ান ও গুরকিরাত সিং মান।

অজিদের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে নিজের বোলিংয়ের সময় অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের একটি স্ট্রেইটড্রাইভ রুখতে গিয়ে বামহাতের আঙ্গুলে আঘাত পান। একই ম্যাচে ফিল্ডিংয়ের সময় আজিঙ্কা রাহানে ডানহাতে আঘাত পান।

টি-টোয়েন্টি সিরিজে ২৬ জানুয়ারি অ্যাডিলেডে প্রথম ম্যাচ খেলার পর দুই দল ২৯ জানুয়ারি মেলবোর্নে লড়বে। সফরকারী ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটি খেলবে ৩১ জানুয়ারি, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে।

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, গুরকিরাত সিং মান, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটরক্ষক), সুরেশ রায়না, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, হরভজন সিং, উমেশ যাদব, হারদিক পান্ডে, রিশি ধাওয়ান, আশিস নেহরা।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ২৩ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।