ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মাশরাফিদের কাছে প্রত্যাশা এবার বেশি

সাব্বির আহমেদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
মাশরাফিদের কাছে প্রত্যাশা এবার বেশি ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ঘুরে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। আরাধ্য এই ট্রফির জন্য আগামী মার্চে ভারতের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্টের ষষ্ঠ আসরের মূল পর্ব।



টুর্নামেন্টের আকর্ষণ বাড়াতে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোতে ট্রফি ভ্রমণের রেওয়াজ আছে। টুর্নামেন্টে অংশ নেওয়া মোট ১৪টি দেশের মধ্যে ১২টি দেশে ট্রফিটি ভ্রমণ করবে। তারই অংশ হিসেবে বাংলাদেশ ঘুরে যাচ্ছে ট্রফি। রাজধানীর সবচেয়ে কোলাহলপূর্ণ মার্কেট বসুন্ধরা সিটিতে সবার জন্য উন্মুক্ত রয়েছে ট্রফিটি।

গত ১৩ ডিসেম্বর ভারতের মুম্বাই থেকে ট্রফির ভ্রমণ শুরু হয়। এরপর আরব আমিরাত থেকে ট্রফিটি বাংলাদেশে আসে। এখান থেকে যাবে শ্রীলঙ্কায়।

সম্প্রতি ক্রিকেটের একদিনের ফরম্যাটে মাশরাফি বাহিনীর যতটা জয়জয়কার টি-টোয়েন্টিতে নেই সেই ধারাবাহিকতা। তবু টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে মাশরাফি বাহিনীর কাছে ক্রিকেটভক্তদের প্রত্যাশাটা এবার একটু বেশি। গত বছরজুড়ে একদিনের ক্রিকেটে টাইগারদের দাপুটে পারফরম্যান্সে উল্লসিত দেশের ক্রিকেট‍াঙ্গন। সাকিব-মুশফিকদের কাছে ভক্তদের প্রত্যাশা তাই এখন তুঙ্গে।

এই প্রত্যাশার মধ্যেই বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে যখন ঢাকা ঘুরে যাচ্ছে বিশ্বকাপ ট্রফি তখন অনেকেই বলছেন, ট্রফি আমর‍াই নিয়ে আসতে চাই।

ক্রিকেটপ্রেমীদের এবারের প্রত্যাশা, গত বারের মতো সুপার টেন থেকে বিদায় নয়, শুরুতে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের বাধা ডিঙিয়ে প্রথম রাউন্ড পার হয়ে মূল পর্বে খেলবে বাংলাদেশ। মূল পর্বে স্বাগতিক ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে নজরকাড়া পারফরম্যান্স দেখতে চান বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরা।

ক্রিকেট পাগল তরুণ শাব্বির চৌধুরী বাংলানিউজকে বলেন, বাস্তবতা ভিন্ন হলেও আসন্ন টি-২০ বিশ্বকাপে টাইগার বাহিনীর কাছে প্রত্যাশা থাকবে একটু বেশি। সৌম্য সরকার, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমানের মতো তরুণ প্লেয়ার যারা ব্যাট কিংবা বল হাতে বিশ্বমানের স্ট্রাইক উপহার দিতে সক্ষম। তামিম ইকবাল , মিডল অর্ডারে মুশফিক এবং বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসানের ওপর সেই পুরনো ভরসা তো থাকবেই। তবে সব অনুপ্রেরণার উৎস হচ্ছে মাশরাফি বিন মর্তুজার মতো অধিনায়ক। যার অধিনায়কত্বে আমরা যেকোন দলকেই হারিয়ে দিতে পারি।

আইসিসির পরিসংখ্যানে জয়ের সংখ্যায় টি-টোয়েন্টিতে বাংলাদেশের অবস্থান ১২ নম্বরে। এমনকি বাংলাদেশকে পেছনে ফেলে তালিকার সামনে চলে গেছে আফগানিস্তান, আয়ারল্যান্ড, এমনকি হল্যান্ডের মতো ক্রিকেট টিম। যেসব টিমকে একদিনের সংস্করণে অনায়াসে বাংলাদেশের কাছে ধরাশায়ী হতে দেখা যায়।  

দেশের ক্রিকেট নিয়ে লেখালেখি করেন তরুণ সংবাদকর্মী রফিকুল ইসলাম কামাল। তার মতে, গত বছর টাইগার বাহিনী যেভাবে আধিপত্য আর দাপট নিয়ে ক্রিকেট খেলেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই ধারাবাহিকতা রাখতে পারলে ভালো ফল আসতে পারে।

একই মত ব্যক্ত করে তরুণ ক্রীড়া লেখক মিজান আহমেদ চৌধুরী বলেন, টি-টোয়েন্টিতে পারফরম্যান্স তেমন ভালো না। তবে গত বছরের পাওয়া সাফল্য বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো পারফরম করতে সাহায্য করবে।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এসএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।