ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

উমর আকমলের নিষেধাজ্ঞা স্থগিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
উমর আকমলের নিষেধাজ্ঞা স্থগিত উমর আকমল / ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেটে উমর আকমলের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ফলে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে শুক্রবারের টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলতে পারবেন এ টপঅর্ডার ব্যাটসম্যান।



আকমল নিজের নিষেধাজ্ঞার ব্যাপারে আপিল করলে স্থগিতের বিষয়টি নিশ্চিত করে পিসিবি। তবে স্থগিত হলেও পরবর্তী ট্রাইবুনালে দোষি প্রমাণিত হলে এক ম্যাচের নিষেধাজ্ঞা আবারও জারি হবে আকমলের ওপর।

গত সপ্তাহে পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট কয়েদ-ই-আজম ট্রফিতে জার্সি সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে পিসিবি কতৃক নিষেধাজ্ঞা পান আকমল। এর‍আগে একই অপরাধে দু’বার তাকে সতর্ক করে দেওয়া হয়েছিলো।

কিউই সফরে পাকিস্তান তিন ম্যাচের টি-২০ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। এ সিরিজে পাকিস্তান দলে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন পেসার মোহাম্মদ আমির।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ১৩ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।