ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়াদের হারতে মানা, ক্রীড়ামন্ত্রীর নির্দেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
প্রোটিয়াদের হারতে মানা, ক্রীড়ামন্ত্রীর নির্দেশ সংগৃহীত

ঢাকা: আসছে ক্রিকেট বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকান দলকে সর্তক করে দেশটির ক্রীড়ামন্ত্রী ফিকিলে এমবালুলা জানিয়েছেন, ‘এবারের বিশ্বকাপে পরাজয় নিয়ে ফিরো না। ’

গত বুধবার অস্ট্রেলিয়ার উদ্দ্যেশে প্রোটিয়া ক্রিকেট দল রওনা হবার আগে এমন মন্তব্য করেন এমবালুলা।

তবে তার এ বক্তব্যে সতর্কতা মূলক ভাষা থাকলেও ছিল প্রাণবন্ত কিছু কথা। এ সময় বিমান বন্দরে প্রিয় দলকে বিদায় জানাতে আসেন হাজারো সমর্থক।

ক্রিকেট বিশ্বে দ.আফ্রিকান দলটিকে চোকার হিসেবে জানে সবাই। কারণ দলটি বড় আসর গুলোতে চাপ সামলাতে পারে না। তাই ফেভারিট দল হয়েও এখন পর্যন্ত বিশ্বকাপের শিরোপা ঘরে তুলতে পারেনি দলটি।

এক সাক্ষাৎকারে এমবালুলা বলেন, ‘আমরা বিশ্বকাপে আরো একটি পরাজয় চাই না। ’

প্রোটিয়া দলের প্রতি উদ্দ্যেশ্য করে ক্রীড়ামন্ত্রী আরো বলেন, ‘তোমরা কোনো রোবোটের বিপক্ষে খেলতে যাচ্ছো না। তোমরা মানুষের সঙ্গেই খেলবে। তোমরা বিশ্বকাপের বিশেষ একটি দল। আর দলের সবাই নিজেদের সেরাটা খেলতে পারলে বিশ্বকাপ জয় সম্ভব। ’

দ.আফ্রিকা ১৯৯২ বিশ্বকাপে বিতর্কিত বৃষ্টি আইনে হেরে যায়। আর ৯৯ বিশ্বকাপে ফেভারিট দল হয়েও সেমি-ফাইনালে টাই করে আসর থেকে বিদায় নেয়।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।